নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ, কুমিল্লাঃ
কুমিল্লার মনোহরগঞ্জে ২টি অনিবন্ধিত হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া ও ১টি কে সতর্ক করে দেওয়া হয়।
শনিবার বিকালে অভিযান চালিয়ে এসব ডায়াগনেস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করে সিলগালা করা হয় । এর আগে গত বৃহস্পতিবার দেশের সব অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
উপজেলার মনোহরগঞ্জ বাজার, লক্ষনপুর বাজার, নাথের পেটুয়া রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই ৩ টি হাসপাতালে অভিযান পরিচালান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব হাসপাতালের নিবন্ধন নেই, সেগুলোতে তালা ঝুলিয়ে সিলগালা করা হচ্ছে। নিবন্ধন পাওয়ার পর তা চালু করতে পারবে। এ পর্যন্ত লক্ষনপুরে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল, নাথের পেটুয়া মর্ডান ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে সিলগালা করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল কাগজ না পাওয়া পর্যন্ত মনোহরগঞ্জ মেডিকেল সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে । অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল কালাম আজাদ মল্লিক, ডাঃ বিপ্লব কুমার বর্মন, ডাঃ আকাশ উপস্থিত ছিলেন।