মনোহরগঞ্জে ১১ ইউনিয়নে বিএনপির কাউন্সিল সম্পন্ন

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

স্টাফ রিপোর্ট, লাকসাম:
গণতন্ত্র পুনরুদ্ধার ও সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ইউনিয়ন কাউন্সিল ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিটি ইউনিয়নে ভোটাভোটি ও দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কাউন্সিল সম্পন্ন হয়।
দীর্ঘদিন পর স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন; দীর্ঘ ২০ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন হওয়াটা দলের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। তৃণমূলের জনপ্রিয় নেতারাই এবার নেতৃত্বে এসেছেন। এটাই বিএনপির শক্তি—গণতন্ত্র, সংগঠন ও ভোটাধিকার। এই কাউন্সিলের মাধ্যমে দল আরও সুসংগঠিত হয়ে দেশ গড়ার আন্দোলনে দৃঢ় ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের এই গণতান্ত্রিক চর্চা আগামীতেও অব্যাহত থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ভোট ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় মনোহরগঞ্জের প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে এক নতুন রাজনৈতিক উদ্দীপনার সৃষ্টি হয়।
নতুন নেতৃত্বের হাত ধরে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *