মনোহরগঞ্জে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ শিশু কিশোরদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইপিআই সুপারেনটেনডেন্ট ফারুক হোসেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবি দাস, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিয়া বিনতে আলম, মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার
উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু, জামায়াতের যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, এনসিপির মনোহরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদসহ স্বাস্থ্য সহকারীরা।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি ভয়াবহ ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শিশুদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সময়মতো টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। বক্তারা স্কুল ও মাদ্রাসা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টিকাদান কার্যক্রম সফল করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলায় টাইফয়েড টিকাদান উপযোগী ৯ মাস থেকে ১৫ বছর বয়সের ৮৬৬৮৭ জনকে টিকা দেওয়া হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *