মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মনোহরগঞ্জ বাজার সিএনজি স্টেন্ড থেকে র্যালীটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এসে আলোচনা, কেক কাটা ও প্রীতি ফুটবল ম্যাচ এর পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, মঞ্জুরুল আলম মজনু, এস এম মুনসুর, আব্দুল মুনাফ চেয়ারম্যান, ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, কামরুজ্জামান, বাহারুল আলম বাবর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন সবুজ, উপজেলা ছাত্রদল নেতা মোবারক হোসেন বিল্লাল, নুর মোহাম্মদ মেহেদী, রাশেদুল ইসলাম, ফরহাদ হোসেন, নাদিম মাহমুদ, শাওন হোসেনসহ প্রমুখ।