মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।।
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মৈশাতুয়া নীলকান্ত সরকারি কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শনিবার (০১ ফেব্রুয়ারী) উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও ম্যাচ শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- খেলাধুলা ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে এবং সুস্থ শরীর ও মস্তিষ্ক গঠনে এবং মেধা বিকাশের অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। এসময়ে তিনি মৈশাতুয়ার ছাত্র ও যুবসমাজকে এ জাতীয় খেলাধুলা আয়োজনের পাশাপাশি সামাজিক কাজেও নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে মৈশাতুয়া ক্রিকেট টুর্নামেন্টে সুন্দর সমাপ্তির জন্য আয়োজক কমিটিদের ধন্যবাদ জানান সফিকুর রহমান সফিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ পরান, যুবদল নেতা হাসান পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম মেহেদী, মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন মো: আব্দুল কাদের সোহাগ, মাসুদ মাহী, হৃদয় খান, হুমায়ন কবির, সালমান হোসেন, আবু নাসের, মাছুম বিল্লাহ,পারভেজ,রায়হান চৌধুরী, মেহেদী হাসান সাকিবসহ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। উক্ত ফাইনাল খেলায় মৈশাতুয়া ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাদশ-মৈশাতুয়া তারেক জিয়া ঐক্য পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।