জিএম আহসান উল্লাহ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষে বুধবার মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে উপজেলা কৃষক দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মনোহরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া মোজাম্মেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কুমিল্লা জেলা দক্ষিণ কৃষক দলের আহবায়ক মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, সদস্য সচিব সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, যুগ্ম আহ্বায়ক এসএম মনসুর, কুমিল্লা দক্ষিণ জেলার কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন, যুগ্ম আহ্বায়ক হোসেন মোঃ ফারুক, হানিফ মিয়া, হাজী সেলিম, হারুনুর রশীদ মজুমদার, আবুল বাশার, মিজানুর রহমান মিলন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, মঞ্জুরুল আলম মজনু, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ স্থানীয় বিএনপি, যুবদল, কৃষক দলের নেতৃবৃন্দ।