মনোহরগঞ্জের খিলায় বাস–অটোরিকশার সংঘর্ষে নিহত ২

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম-মনোহরগঞ্জ প্রতিনিধি :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী–কুমিল্লা আঞ্চলিক সড়কের খিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক বাদল (২০), তিনি উপজেলার খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামের বাসিন্দা; এবং শাহ আলম, তিনি পার্শ্ববর্তী উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তারা অটোরিকশাযোগে খিলা বাজারের দিকে যাচ্ছিলেন।

শাহ আলমের ছেলে ফখরুল ইসলাম সংবাদমাধ্যমকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাদলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নিহত ব্যক্তির মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

স্থানীয়দের দাবি, নোয়াখালী–কুমিল্লা আঞ্চলিক সড়কটিতে অতিরিক্ত যানবাহন চলাচল ও অব্যবস্থাপনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত কার্যকর ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *