মনপুরা সংবাদদাতাঃ
ভোলার মনপুরায় নিন্মচাপ, ঝড়ো বাতাসে মেঘনার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হয়ে মূল ভূখন্ডের ভিতরে ও বাহিরে জোয়ারে প্লাবিত হয়। এতে করে জোয়ারের পানির চাপে সবচেয়ে বেশি ক্ষতি হয় বন্যা নিয়ন্ত্রণ বেড়ী বাঁধের।মনপুরা উপজেলার হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের প্রায় দেড় কিঃমিঃ এর বেশি বন্যা নিয়ন্ত্রণ বেড়ী বাঁধের ক্ষতি হয়ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)।
পূর্ণিমার জো ও সৃষ্ট লঘুচাপের প্রভাবে মনপুরা গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল এবং বেড়িবাঁধের বাইরের এলাকা প্লাবিত হয়েছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে মেঘনার পানি কমতে শুরু করেছেন বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিভিশন-২ এর উপসহকারি প্রকৌশলী আবদুর রহমান।
মঙ্গলবার (১৬আগষ্ট)সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের আন্দিরপাড়, কাউয়ারটেক গ্রাম ও হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর গ্রাম ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমনগর ও মাষ্টারহাট, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে দখিনা হাওয়া সী বিচ সংলগ্ন এলাকার বেড়ীর বাহিরে ও ভিতরে ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে।
এদিকে উপজেলার হাজিরহাট, ১ নং মনপুরা ও উত্তর সাকুচিয়া ও দক্ষিণ ইউনিয়নের ১০ গ্রামে বেড়ীর ভিতরে ও বাহিরে জোয়ারের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে।দুর্ভোগ বাড়ছে পানি বন্দী বাসিন্দাদের। এদিকে দূর্গত এলাকায় সরকারিভাবে এখন ত্রান কার্যক্রম শুরু না করায় চরম ক্ষোভ বিরাজ করছে উপকূল জুড়ে।
এদিকে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অবস্থিত পর্যটন সম্ভাবনাময় মনপুরার সবচেয়ে আকর্ষনীয় পর্যটন স্পট “দখিনা হাওয়া সী বীচ” ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘনার উত্তাল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সী বীচের অবকাঠামো ও সী বিচ সংলগ্ন বেড়ীবাঁধের বিভিন্ন অংশ।
হাজিরহাট ইউনিয়নের পূর্ব-পশ্চিম দুইপাশের বন্যা নিয়ন্ত্রন বেড়ী বাঁধের ১কিঃমিঃ ক্ষতি হয়। এছাড়াও মনপুরা ও উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান পানি উন্নয় বোর্ড।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর উপসহকারি প্রকৌশলী আবদুর রহমান জানান, জোয়ারের পানির চাপে প্রায় ২ কিলোমিটার বেড়ী বাঁধের ক্ষতি হয়েছে। দ্রুত বেড়ী বাঁধ সংস্কারে কাজ শুরু হয়েছে। তবে জোয়ারের পানি কমতে শুরু করেছে বলে জানান তিনি।
এই ব্যাপারে মনপুরা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার আল-নোমান জানান, পাউবোকে ক্ষতিগ্রস্থ বেড়ী বাঁধের সংস্কারের জন্য বলা হয়েছে।