হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর রেলস্টেশনের অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার ছোঁয়া ছড়িয়ে দিতে জেলা পুলিশ জামালপুর কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
মধ্যরাতে এই তীব্র শীতে জামালপুর রেলস্টেশন এলাকায় ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, বয়স্ক ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
চলমান শৈত্যপ্রবাহে ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে বসেছে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন জামালপুর জেলা পুলিশ সুপার।
এসময় আরো উপস্থিত ছিলেন সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক জামালপুর; মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।