সম্রাট সিকদার: চাঁদপুর মতলব উত্তর উপজেলার অন্যতম ফেসবুক গ্রুপ ‘মতলব উত্তর স্পোর্টস ক্লাব’ এর আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে লাল দল বনাম সবুজ দল নামে দুই দলে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ২২ মে রবিবার বিকালে মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (প্রস্তাবিত) উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সবুজ দল ২-১ গোলের ব্যবধানে লাল দলকে পরাজিত করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসান। তিনি বলেন- “কৃষকদের নিয়ে এ ধরনের জমজমাট একটি ফুটবল খেলা আয়োজন করার জন্য খেলার আয়োজক ‘মতলব উত্তর স্পোর্টস ক্লাব’ ও ক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খানকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই আয়োজন চমৎকার আয়োজন। এ ধরনের আয়োজন সাধারনত হয়না। আমি বিশ্বাস করি কৃষকদের নিয়ে এ ধরনের আয়োজনের কারনে কৃষকরা খুবই খুশি হয়েছে। আশাকরি কৃষকদের নিয়ে এ ধরনের খেলার আয়োজন যেনো অব্যাহত থাকে।”
সভাপতিত্ব করেন- কৃষকের ফুটবল যুদ্ধ নামক খেলার আয়োজক ও মতলব উত্তর স্পোর্টস ক্লাবের অন্যতম এডমিন শামীম খান। তিনি বলেন- “আমি সবসময় ব্যতিক্রমী কিছু করার চিন্তা করি। আমার ব্যতিক্রমী চিন্তায় কৃষকদের আনন্দ দেওয়ার জন্য ফুটবল ম্যাচটির আয়োজন করি। সকলকে মাদক থেকে বিরত রাখার জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই। কৃষকদের কঠোর পরিশ্রমের ফলে আমরা মাঠে সুনালী ফসল ফলতে দেখি। তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই আমি তাদের জন্য এই আয়োজন করেছি। ইনশাআল্লাহ সুন্দর ও সঠিকভাবে কৃষকদের ফুটবল যুদ্ধ নামক খেলাটি সম্পন্ন হয়েছে। মতলব উত্তর স্পোর্টস ক্লাবের মাধ্যমে আমরা সামনেও আরো ভালো কিছুর আয়োজন করার চিন্তাভাবনা করছি।”
উক্ত খেলাটির সঞ্চালনায় ছিলেন- দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন ও মতলব উত্তর স্পোর্টস ক্লাবের কর্মকর্তা রাজিব প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌরসভার প্রশাসক মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার।
খেলার ১০ মিনিটের মাথায় সবুজ দলের পক্ষে বাবু গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের সময় সবুজ দলের সোহেল কয়েকজনকে কাটিয়ে বল পাঠিয়ে দেয় প্রতিপক্ষের জালে। ফলে সবুজ দল ২-০ গোলে এগিয়ে যায়। খেলার ১৯ মিনিটের সময় লাল দলের নূরে আলম কয়েকজনকে কাটিয়ে দলের পক্ষে গোল করলে খেলার ফলাফল দাড়ায় ২-১ এ। এই ২-১ গোলের ব্যবধানেই সবুজ দল লাল দলকে পরাজিত করে।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বজলুল গনি এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মহসীন মিয়া ও সাদ্দাম হোসেন। খেলার ধারাবর্ননায় ছিলেন লোকমান হোসেন।
খেলায় আরও উপস্থিত ছিলেন- মতলব উত্তর স্পোর্টস ক্লাবের সদস্য মোঃ মোবারক হোসাইন, মোঃ লিটন প্রধান, মোঃ শরীফুল ইসলাম, মোঃ আল- আমিন, মোঃ জামান, মোঃ রনি মিয়াজি, মোঃ সোহেল রানা, মোঃ সুজন আখন, মোঃ শাকিল, মোঃ জুয়েল রানা সহ গ্রুপের সকল সদস্যরা।