মডেল পৌরসভা গড়তে কাজ করে যাচ্ছে বেলকুচির পৌর মেয়র

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

বেলকুচি( সিরাজগঞ্জ) সঃবাদদাতাঃ
সিরাজগঞ্জের বেলকুচির মডেল পৌরসভা গড়তে কাজ করে যাচ্ছে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, পৌরসভায় নাগরিক সুযোগ-সুবিধা তেমন ছিল না আগে, পৌর এলাকাটি ছিল উন্নয়ন বঞ্চিত।আন্তরিকতায় পৌরসভার উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে বেলকুচি পৌরসভা উন্নয়নের কাজ,ইতিমধ্যেই বেশকিছু কাজ সম্পন্ন হওয়ায় পৌরবাসীর সুযোগ-সুবিধা বেড়েছে। বাকি কাজ বাস্তবায়ন হলে পৌরবাসীর চাহিদগুলো পূর্ণ হবে।’২০০৪ সালে বেলকুচি পৌরসভার জন্ম। প্রায় ১৯. ৩০
বর্গকিলোমিটার(৭.৪৫ বর্গমাইল) ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে বেলকুচি পৌরসভা, সারে ৮৭ হাজার লোকের বাস।জনঘনত্ব ৪.৫০০বর্গকিমি/(১২,০০০/ বর্গমাইল,

এখানে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নেই। ময়লা-আবর্জনা ফেলার জন্য গড়ে ওঠেনি ডাম্পিং স্টেশন। এখনও পুরো পৌরসভায় সড়কবাতি বসানো সম্ভব হয়নি। পৌর পার্ক কিংবা শিশু পার্কও গড়ে ওঠেনি।

এই বিষয় জানতে চাইলে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, বেলকুচি পৌরসভা গ শ্রেণীতে ছিলো, মাত্র ১৬ মাসে এই পৌরসভা টি খ শ্রেণীতে উন্নীত হয়েছে। এখন এটিকে ক শ্রেণীতে রূপান্তরিত করার চেষ্টা করে যাচ্ছি আমি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর মহোদয়ের সহযোগিতায় শিগগিরই এটি ক শ্রেণীতে রূপান্তরিত হবে।

মেয়র আরও বলেন,, বেলকুচি পৌর এলাকায় চুরি-ডাকাতি ইভটিজিং বন্ধর জন্য, ইতিমধ্যেই বেলকুচি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে,বিশুদ্ধ পানি সরবরাহ জন্য প্রতি ওয়ার্ডে প্রায় ৬০ ভাগ পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়েছে, আর ৪০ ভাগ কাজ কিছুদিনের মধ্যে শেষ হবে আশাবাদী,

ময়লা-আবর্জনা রাখার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেগুলোর কাজও কিছুদিনের মধ্যে শুরু করতে পারব। বিনোদনের জন্য সৌন্দর্য বর্ধন প্রকল্পের আওতায় পৌর এলাকায় পৌর পার্ক নির্মাণসহ বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন বিশেষ প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে পৌর চত্বরের সৌন্দর্য বর্ধনের জন্য বাগান নির্মাণ করা হয়েছে।পৌর বাজারটিকে আরও আধুনিকভাবে সাজানো হবে।পৌর এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে,। পৌরবাসীদের পৌরসভায় এসে কর দিতে হয় না।কর কর্মকর্তা-কর্মচারীরাই বাড়ি বাড়ি গিয়ে কর সংগ্রহ করেন। এতে নাগরিকদের হয়রানি বন্ধ হয়েছে,
প্রতি ওয়ার্ডের তায়াতের রাস্তার সমস্যা সমাধানের নতুন রাস্তার কাজ চলমান রয়েছে, ২০২৬ সালের মধ্যে বেলকুচি পৌরসভাকে মডেল পৌরসভা হিসাবে গরে তুলবো,

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.