
আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাওঁ। ঠাকুরগাওঁ সদর উপজেলার ভূল্লী হাটবাজারের মোড়ে মোড়ে ঠাঁই দাঁড়িয়ে সোলার প্যানেলের খুঁটি, কিন্তু একটিতেও নেই বাতি। ঠাকুরগাওঁ সদর উপজেলার বালিয়া ইউনিয়নের হাটবাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাত্রিকালীন চলাচলের সুবিধার জন্য স্থাপন করা হয় সোলার স্ট্রিট লাইট।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিটা অর্থায়নের এ প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে ৫০টি করে সোলার স্ট্রিট লাইট লাগানো হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে ৬ মাসের মধ্যে নষ্ট হয়। আবারও কয়েকটি চুরিও হয়। খুঁটি থাকলেও বাতি না থাকায় অন্ধাকারের মধ্যেই চলতে হয় পথ।
বটতলার দোকানদার নুর জামাল বলেন বাতিগুলো ৬ মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। কেউ দেখভাল না করায় খুঁটিও চুরি হয়ে গেছে অনেক জায়গায়। পুনরায় চালু হলে জনগণ উপকৃত হবে।’
স্ট্রিট সোলার বাতিগুলো সচল করার উদ্যোগ নেয়ার আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম। তিনি বলেন আমরা নতুন করে এগুলো সচল করার উদ্যোগ গ্রহণ করেছি এবং যেগুলোর বাতি নষ্ট হয়েছে এগুলোতে নতুন করে লাইট লাগানো হবে।
স্থানীয়দের মতে, এগুলো ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ ও পুনরায় চালু করা গেলে গ্রামের মানুষ আবারও রাতে নিরাপদ চলাচলের সুবিধা পাবেন।