
লাকসাম প্রতিনিধ:
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই চলবে না, তাদের নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা দেড় যুগ ধরে শিক্ষা ও জনগণের অধিকারকে দমন করে রেখেছিল। তাই আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমি নির্বাচিত হলে লাকসাম ও মনোহরগঞ্জের শিক্ষা খাতকে আধুনিকায়ন করে শান্তির জনপদে পরিণত করবো। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে মনোহরগঞ্জ উপজেলার খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো চাকরি পাওয়া জীবনের লক্ষ্য হতে পারে না। তোমাদের এমনভাবে গড়ে উঠতে হবে যেন তোমরা সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারো। পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিত্বকে বিকশিত করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মনির আহমেদ এবং হুমায়ুন কবির ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফুর রহমান এবং কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
