বেনাপোল প্রতিনিধিঃ ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি যুবতীকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পু্লিশ। রবিবার (২৯ নভেম্বর ) সকাল ১০ টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। ফেরত আসা যুবতীরা হলেন,আসমা আক্তার (২২) (নড়াইল) সোনিয়া আক্তার (ফরিদপুর) (২০),লিজা শেখ (২৩) (নারায়ণগঞ্জ) ও জেসমিন আক্তার (২৪) ঢাকা জেলায়। সূত্রে জানা গেছে, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে দেড় বছর আগে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। ভারতের গোহায় বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। পরে সেখান থেকে এ আর জেড নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ের আনা হয়। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ৪ জন বাংলাদেশি যুবতী ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে বলেন-তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে থানা থেকে যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহন করবেন বলে তিনি জানান।