গত কয়েক সপ্তাহ ধরে ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে বাড়তে শুরু করেছে। এমন অবস্থায় মোট ১৬টি দেশে নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে সৌদি আরব। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
গালফ নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণ নিষিদ্ধ করা ১৬টি দেশ হলো- ভারত, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথোপিয়া, কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনেজুয়েলা।
পাশাপাশি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের ১১টি দেশে ৮০ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত করা হয়েছে।