হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে, আজ
ভাটারা প্রিমিয়ার লিগ বিপিএল ৬ তম আসরের জমকালো ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে ভলকান ব্লাস্ট কে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রয্যাল চ্যালেন্জার দিশারী। ২০০৮ সালে বিপিএল এর ১ম আসর অনুষ্ঠিত হয়। বিপিএল ৬ তম আসরের ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিশারী।প্রথমে ব্যাট করে ভলকান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭০ রানের টার্গেট দেয়।জবাবে দিশারী ৫ বল হাতে রেখে ৩ উইকেটে জয়লাভ করে। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় দিশারীর শুভ,ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় ভলকানের মিজান।
ফাইনালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ খান,সাবেক চেয়ারম্যান ভাটারা ইউনিয়ন পরিষদ।উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির খান,সভাপতি ভাটারা ইউনিয়ন বিএনপি।সভাপতিত্ত করেন মাজেদুল ইসলাম,ক্রীড়া সম্পাদক ভাটারা ইউনিয়ন বিএনপি।
বিজয়ী দল দিশারীর অধিনায়কের হাতে ২০ হাজার টাকার চেক এবং বিজিত দল ভলকানের অধিনায়কের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
উক্ত ফাইনালে আয়জক কমিটির আব্দুল্লাহ আল সাদিক,শফিকুল ইসলাম, মহিউদ্দিন সরকার,হাফিজুর রহমান সুজান,আবুল বাশার কিরন,মহব্বত হোসাইন খান মুন্না,সাদি,শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে কাওয়ালী গানের আসর ও আতশবাজির আয়োজন করা হয়।