রাঙ্গামাটি সংবাদদাতাঃ
মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ধর্মীয় সংগীতের মাধ্যমে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রাঙ্গামাটি সনাতনী সমাজের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিষ্টেট বিজন কুমার জোয়ার্দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটির সভাপতি অমর কুমার দে, জম্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সমন্বয়কারী বাবলা মিত্র সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় রাঙ্গামাটির বিভিন্ন এলাকার সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় গুরু সহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।