সরাইল থেকে আববাস উদ্দিন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণ বাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ)আসনে গত নির্বাচনের ন্যায় এবারও শ্বশুর-জামাই এর লড়াই নিয়ে আলোচনা তুঙ্গে।
এ আসনে লড়তে দেখা যাবে শ্বশুর ও জামাইকে। এছাড়াও এ আসনে রয়েছে শক্তিশালী সতন্ত্র প্রার্থী মঈন উদদীন মঈন। সব মিলিয়ে এ আসনে লড়াই হবে ত্রিমুখী।
এ আসনে জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। ফলে এ আসনে আওয়ামী লীগ এর দলিয় প্রার্থী নেই। তবে আওয়ামী লীগ এর শক্তিশালী সতন্ত্র প্রার্থী মঈন উদদীন মঈন (কলার ছড়ি)সহ মোট ৭ জন এ আসনে লড়ছেন। তাছাড়া জাপার রেজাউল করিম ভূঞা(লাঙ্গল),ও তার শ্বশুর সতন্ত্র প্রার্থী এডঃ জিয়াউল হক মৃধা(ঈগল), নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতার বিষয়টি সকলের নজর কাড়ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন সাবেক সংসদ সদস্য প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ছেলে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি আবুল হাসনাত আমিনী(মিনার),বি এন পি থেকে পদত্যাগ কারী নেতা সাবেক সংসদ সদস্য প্রয়াত উকিল আবদুস সাত্তার ভূইয়া ছেলে তৃণমূল বি এন পির মাইনুল হাসান তূষার(সোনালি আশ),বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস ও ন্যাশনাল পিপলস পার্টির রাজ্জাক হোসেন। জাতীয় পার্টির সাথে জোট করার সুবাদে আওয়ামী লীগ এর বর্তমান সংসদ সদস্য শাহজাহান আলম সাজুকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জামাই -শ্বশুরের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা দেয়।
রেজাউল তখন মহাজোটের প্রর্থী ছিলেন এবং শ্বশুর জিয়াউল হক মৃধা ছিলেন সতন্ত্র প্রার্থী। গত ৫ই নভেম্বরের উপ-নির্বাচনেও সতন্ত্র প্রার্থী ছিলেন এডঃ জিয়াউল হক মৃধা। ফলাফলে প্রতিদ্বন্দ্বীতা হলেও আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান আলম সাজুই প্রায় ৫০ বছর পর ঘরে ফসল তুলতে সক্ষম হয়। এ দিকে ২০১৮সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত বি এন পি নেতা উকিল আবদুস সাত্তার ভূইয়ার সাথে বর্তমান সতন্ত্র প্রার্থী মঈন উদদীন মঈন এর মূল প্রতিদ্বন্দ্বীতা হয়। নির্বাচনে বি এন পি থেকে উকিল আবদুস সাত্তার ভূইয়া (ধানেরশীষ)৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বিজয় হয়ে ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী (কলার ছড়ি) পেয়েছিলেন ৭৫ হাজার ৪১৯ ভোট। ঐ নির্বাচনে সতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা (সিংহ) ৩৯ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়। কোনো কোনো নেতা কর্মিদের ভাষ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ও জন প্রিয়তার কারণে,সবার চেয়ে এগিয়ে রয়েছে সতন্ত্র প্রার্থী (কলার ছড়ি) মঈন উদদীন মঈন।