সরাইল থেকে আব্বাস উদ্দিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে সতন্ত্র প্রার্থী (কলার ছড়ি)মঈন উদ্দিন মঈন, পর পর দুই বারের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (ঈগল মার্কা)কে বিশাল ব্যবধানে পরাজিত করে তিনি বিজয়ী হন।
সরাইল উপজেলা ও আশুগঞ্জ উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। সরাইল থেকে কলার ছড়ি মার্কায় মঈন উদদীন মঈন ভোট পায় ৩৩৪৪৩ ভোট, সেখানে থেকে ঈগল পাখি মার্কায় জিয়াউল হক মৃধা পায় ৪৬০০১ভোট।
আশুগঞ্জ থেকে কলার ছড়ি মার্কায় মঈন উদদীন মঈন পায় ৫০৬৯২ ভোট,সেখান থেকে ঈগল পাখি মার্কায় জিয়াউল হক মৃধা পায় ৯২৮০ ভোট। সতন্ত্র প্রার্থী মঈন উদদীন মঈন ২৮৮৫৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মঈন উদদীন মঈন সতন্ত্র প্রার্থী হয়ে, বি,এন,পির শক্তিশালী প্রার্থী পাঁচবারের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়ার নিকট সামান্য জোটে পরাজিত হন।