আববাস উদ্দিন(সরাইল প্রতিনিধি)
ব্রাহ্মন বাড়িয়া জেলার সরাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম বিজয় দিবস উদযাপন করা হয়। দিবসটি পালনে শনিবার সূর্যদয়ের সাথে সাথে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটি সূচনা করা হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন সরাইল উপজেলা প্রশাসন,পরে একে একে সরাইল মুক্তি যোদ্ধাদা কমান্ডা,সরাইল থানা, আওয়ামী লীগ, বি এন পি, জাতীয় পার্টি, সরাইল প্রেস ক্লাব, সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল বিউগলে করুন সূর বাজিয়ে, শহীদদের গার্ড অব অনার জানান। এ ছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তলন ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।