সরাইল থেকে আব্বাস উদ্দিনঃ
ব্রাহ্মণবাড়ায়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জনাব মোঃ শাহগীর হোসেন। বৃহস্পতিবার (১২ই অক্টোবর) জেলা প্রশাসক সন্মেলন কক্ষে এই যাচাই-বাছাই সম্পন্ন হয়। এবং বাছাই শেষে এই ৫ জন বৈধ প্রার্থী আগামী ৫ই নভেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জনাব মোঃ শাহগীর আলম। এর আগে বুধবার ১১ই অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া-২ উপ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেন দলীয় ও সতন্ত্র সহ ৬ প্রার্থী। সতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন পত্র অবৈধ বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বৈধ প্রার্থীরা হলেন -আওয়ামী লীগ এর অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সতন্ত্র প্রার্থী সাবেক এম পি (মহাজোট) এডভোকেট জিয়াউল হক মৃর্ধা, জাতীয় পার্টির আবদুল হামি খান ভাষানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, (এন পি পি) এর মোঃ রাজ্জাক হোসেন ।