ব্রাহ্মণবাড়িয়া-২ আসেন উপ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ৬ জন

আরো চট্টগ্রাম রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

সরাইল থেকে আব্বাস উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে আজ ৬ জন মনোনয়ন পত্র জমা দেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব সরোয়ার উদ্দিন তাদের মনোনয়ন পত্র গ্রহণ করেন। আওয়ামী লীগ এর-১জন,
জাতীয় পার্টি জি এম কাদের গ্রুফ)১ জন,জাকের পার্টি-১জন এবং সতন্ত্র-৩জন। সরেজমিনে, দলীয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই লোকজনের আনাগোনা বাড়তে থাকে। সরাইল উপজেলা সদরের রাস্তায় বিভিন্ন জায়গায় জ্যাম লেগে থাকতে দেখা যায়। সকাল ১১ টার পর মিছিলে মিছিলে সরগরম হয়ে উঠে সরাইল সদরের বিভিন্ন রাস্তা। বেলা ১২টার পর মিছিল সহকারে রিটার্নিং অফিসারের মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী(নৌকা) অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। তার বাড়ি আশুগঞ্জ উপজেলায়। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সাথে ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এডভোকেট নাজমুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী, বর্তমান সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, ছাত্র লীগের সাবেক সম্পাদক হাফেজুর রহমান সিজার। এর পরই মিছিল সহকারে এসে মনোনয়ন পত্র জমা দেন জাতীয় পার্টি (জি এম কাদের গ্রুপ) মনোনীত(লাঙ্গল) এডভোকেট আবদুল হামিদ খান ভাষানী। তার সাথে ছিল ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। বেলা ১টা দিকে মিছিল সহকারে এসে মনোনয়ন পত্র জমা দেন সতন্ত্র পার্থী সাবেক এম পি (মহাজোট) জাপার (রওশন-এরশাদ গ্রুপ)এডভোকেট জিয়াউল হক। বিকেলে সতন্ত্র প্রার্থী হয়ে জমা দেন মোঃ রাজ্জাক হোসেন। সতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেন মোঃ ইব্রাহিম। জেলা রিটার্নিং কার্যালয়ে জমা দেন জাকের পার্টির মোঃ জহিরুল ইসলাম জুয়েল।মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সরওয়া উদ্দিন বলেন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন পত্র জমা নিয়েছি। তিনি বলেন ২জন দলীয়সহ মোট ৫জন এখন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ১২ই অক্টোবর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই ও১৯ শে অক্টোবর বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহার শেষ দিন এবং ৫ই নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.