বেসরকারী “মহিলা উন্নয়ন সংস্থা’র উদ্যোগে দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ব্যবসায়ী উপকরণ বিতরণ

আইন-অপরাধ আরো ঢাকা সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
বেসরকারী “মহিলা উন্নয়ন সংস্থা’র উদ্যোগে দরিদ্র ক্ষুদ্র ১৫ জন ব্যবসায়ীর মাঝে ব্যবসায়ীক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সংলগ্ন ব্র্যাক ব্যাংক এর তৃতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহযোগিতায় প্রথম পর্যায়ে ১৫ জন দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে প্রত্যেককে ৮ হাজার টাকা মূল্যের মোট ১ লাখ ২০ হাজার টাকার সামগ্রী প্রদান করা হয়। মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ফরহাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল। সংস্থাটির সভাপতি হোসনেয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক, সংস্থাটির নির্বাহী পরিচালক শিরীনা বেগম, মহিলা উন্নয়ন সংস্থার মাঠ ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন প্রমূখ।

পরে গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার চারটি ইউনিয়ন থেকে বাছাইকৃত ১৫ জন দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে কাঁচা উপকরণ সামগ্রী প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে ২জন চায়ের দোকানদার, ৩জনকে ব্রয়লার মুরগীর বাচ্চা, ১জনকে ওষুধ সামগ্রী, ৩জনকে কাঁচা বাজার সামগ্রী, ১জনকে পোশাক (দর্জি সামগ্রী) এবং ৫জনকে মুদি দোকান সামগ্রী প্রদান করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.