বেলকুচি সংবাদদাতাঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগী ১৫ টি পরিবারের মাঝে আমের চারা রোপন ও সবজি বীজ বিতরন করা হয় ,পুষ্টি চাহিদা মেটানোর জন্য অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উচ্চ ফলনশীল আমরুপালি জাতের আমের চারা রোপন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়
(শনিবার ২৮ মে)প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসা কল্যাণ প্রসাদ পাল৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন। উপসহকারী কৃষি কর্মকতা আবু বক্কর সিদ্দিক প্রমখ, প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির তার বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আর এই কৃষির উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জায়গা কাজে লাগাতে হবে, পারিবারিক পুষ্টি চাহিদা পুরুনের জন্য পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় মাধ্যমে ফলের চারা এবং বীজ সহায়তা করে থাকেন, যত্ন নিয়ে ফল ও সবজি ফলাতে পারলে একদিকে যেমন পুষ্টি পাবেন, ঠিক তেমনী বাজারে বিক্রয় করে লাভবান হতে পারবেন।