বৃষ্টিস্নাত সন্ধ্যায়

আরো কুমিল্লা চট্টগ্রাম প্রবাস বিনোদন শিক্ষা সাহিত্য সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

তোমাকে দেখিনা বহুদিন,
তুমিও আমাকে দেখো না!
প্রিয়তম, তোমাকে ভেবে ভেবে
সকাল থেকে সন্ধ্যা হলো,
ঝড় তুফানে ভাসিয়ে নিলো কৃষকের ফসলি জমি,
সবুজ ধান ক্ষেতের মাঠ জুড়ে বয়ে চলছে কৃষকের অবিরাম হাহাকার,
তোমার ভাবনার সবটুকু জুড়ে আমাকে রেখো প্রিয়,
অভিমানে ঝড়ে পড়ে গেলাম এই বুঝি,
তুমি থাকো চোখের পাতায়,
তোমার সাথে কেন দেখা হবে!
চোখের জলেই তোমার বসবাস,
তুমি তো আজীবন চোখে চোখেই থাকবে,
বহুবছর অপেক্ষার পর যদি তুমি আসো!
আমি যদি বলি এখন আর তোমাকে নয়,
তোমার অপেক্ষাকেই ভালোবাসি!
তখন কি পারবে ফিরে যেতে?
নাকি কোনো একটা বৃষ্টিস্নাত সন্ধ্যায়,
আমার এই ভাবনাকে তুচ্ছ করে দিয়ে,
আমার গৃহে তোমার পদধূলি দিবে!
আর তৃষ্ণার্ত হৃদয়ের আর্তনাদ শুনবে!

জান্নাতুল ফেরদাউস
-কুমিল্লা সরকারি মহিলা কলেজ
সদস্য: আমরা বইপ্রেমী সংগঠন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.