বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বগুড়ার শেরপুর শহর ও গ্রামের রাস্তাঘাট ও ঘরবাড়ী ফসল

আবহাওয়া আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: ৬ ই অক্টোবর বগুড়ার শেরপুর শহরের প্রতিটি রাস্তাঘাট তলিয়ে গেছে বৃষ্টির পানিতে গত দুদিনের চেয়ে বৃহ্স্পতিবারের প্রবল বর্ষণের ফলে শেরপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের হাসপাতাল রোড, শান্তিনগর রোড, টাউন কলোনী রোড, পল্লীবাস এলাকার রোড, দুবলাগাড়ীর খন্দকার টোলা রোড, ৯ নং ওয়ার্ডের খন্দকার পাড়া মাজার রোড, হাটখোলা রোড, রেজিস্ট্রি অফিস রোড ও সকাল বাজার রোড, ৮নং ওয়ার্ডের বিকাল বাজার রোড, মার্কেট রোডসহ পৌর আরও অনেক রোডে পানি জমে বাসাবাড়িতে ডুকে গেছে পানি। অতি বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে নিম্নাঞ্চল এলাকার অনেক ঘরবাড়ি। অনেকের ঘরের ভিতরে হাটুপানি হয়েছে। এছাড়াও শেরপুর উপজেলার ১০ টি ইউনিয়নের কিছু মানুষের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে, অতি কস্টে আছে বৃষ্টির পানিতে ঘরবাড়ী তলিয়ে যাওয়ায়, শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলার আজাদ বলেন বৃষ্টিতে পানিতে ঘরে পানি ঢুকে ঘরের আসবাবপত্র সব ভিজিয়ে গেছে। খানপুর ইউনিয়নের মামুন বলেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমার ৫ বিঘার জমির ধানের গাছে সব ডুবে গেছে, পানি না কমলে আমার জমির ফসলের ব্যাপক ক্ষতি হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.