বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুল হক’র দাফন সম্পন্ন হয়েছে।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে বার্ধ্যক্যজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২০ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টায় রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। দ্বিতীয় ধাপে গার্ড অব অনার প্রদান করেন, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রায়হান এর নেতৃত্বে একটি চৌকস দল। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.