গোকুল চন্দ্র রায়। বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
২৯ জু্ন’২০২৪ দিবাগত বৃষ্টি ভেজা গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা জ্বালিয়ে দিয়েছে শাহা ‘স’ মিলের স্বত্বাধিকারী নির্মল কুমার সাহা’র অফিস ঘর ও আসবাবপত্র।
জানা গেছে, গভীর রাতে সকলে ঘুমিয়ে পড়লে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অফিস ঘরে ও চারিদিকে দাহ্য পদার্থ বা পেট্রোল ছিটিয়ে দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
সে সময় টিপ টিপ বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশী সুব্রত দাস স্থানীয় ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ফলে খোকন বাবুর লক্ষাধিক টাকার আসবাবপত্রসহ অফিস ঘরটি পুড়ে যায়।
ভুক্তভোগী মালিক খোকন বাবু জানান, বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অনেকে ভুল তথ্য দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন যা মোটেও কাম্য নয়। আমি মনে করি এমন প্রচার অপরাধীকে সহায়তা করার সামীল। তিনি আরও বলেন মুঠোফোনে অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা মোঃ মুজিবুর রহমান কে অবগত করা হয়েছে, লিখিত এজাহারের প্রস্তুতি চলছে।