বীরগঞ্জে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৭৭ জন

আরো পরিবেশ রংপুর শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

গোকুল চন্দ্র রায়,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে প্রাকৃতিক দূর্যোগ ঝড়বৃষ্টির কারণে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ হাজার ৪৬০জন মধ্যে ৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এসএসসি (ভোকেশনাল), দাখিল, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে শুরু হলেও ভোর থেকেই প্রাকৃতিক দূর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী বৃষ্টিতে ভিজে পরীক্ষা কেন্দ্র আসতে শুরু করে। এতে প্রথম দিনে ৪৩৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও ৭৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

অন্যদিকে ঠাকুরগাঁও গ্রীড এলাকায় প্রচন্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হওয়ায় গোলাপগঞ্জ এবং দলুয়া ৩৩ কেভি ফিডার ট্রিপের কারণে বিদ্যুৎতের সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীসহ উপজেলাবাসীদের। এতে ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর দিকে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে দেখা গিয়েছে ছাত্র-ছাত্রীদের। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্ জানান, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়,পলাশবাড়ী ইউএসসি উচ্চ বিদ্যালয়,বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,রহিম বখস উচ্চ বিদ্যালয়,বীরগঞ্জ ফাযিল মাদ্রাসা, চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়সহ ৯ কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ জানান, প্রাকৃতিক দূর্যোগের মধ্যে বৈদ্যুতিক গোলযোগের ঝাড়বাড়ি পরীক্ষা কেন্দ্রে কিছুক্ষণ জন্য মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। তিনি আরও জানান,সকাল থেকে
প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। বৈরী আবহাওয়ার মধ্যেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.