বীরগঞ্জে প্রথমবারের মতো আগাম জাতের ফুলকপি চাষে সফলতা

আরো কৃষি পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামে প্রথমবারের মতো আগাম জাতের ফুলকপি চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। এ বছর তারা নতুন জাতের রত্ন, আর্লি স্পেশাল ও সার্মার হোয়াইট চাষ করেছেন এবং ফলনও আশানুরুপ হয়েছে।

বীরগঞ্জ উপজেলার ৮৫ হেক্টর জমিতে এই নতুন জাতের ফুলকপি চাষ করা হয়েছে। কৃষক মোঃ ফরিদ জানান, ইউটিউবে নতুন জাতের ফুলকপি সম্পর্কিত ভিডিও দেখে চাষের প্রতি আগ্রহ জন্মে। এরপর তিনি বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে বীজ সংগ্রহ করে চাষ শুরু করেন।

তিনি বলেন, ক্ষেতে কোনো প্রকার রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার হয়নি, শুধুমাত্র জৈব সার দিয়ে চারা রোপণ করেছি। ৭০-৭৫ দিনের মধ্যে গাছে ফুল দেখা দিতে শুরু করে। বর্তমানে আমরা এসব কপি বাজারে বিক্রি করতে শুরু করেছি।

বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম জানান, আগাম জাতের ফুলকপি ভেষজগুণসম্পন্ন একটি সবজি এবং স্বাদেও সাধারণ ফুলকপির তুলনায় অনেক ভালো। টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় বীরগঞ্জে ৮৫ হেক্টর জমিতে ফুলকপি চাষ সম্প্রসারিত হয়েছে। প্রদর্শনী কৃষককে ফুলকপি সরাসরি প্রদর্শন ও সাহায্য করা হয়েছে।

তিনি আরও জানান, ফুলকপি আবাদ সম্প্রসারিত হলে কৃষকরা নিঃসন্দেহে লাভবান হবেন। আগামী বছর আরও অনেকে আগাম জাতের ফুলকপি চাষ করবেন। প্রতিনিয়ত পরিদর্শনে আসেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *