
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় তরুণদের মাঝে ফুটবল উপহার তুলে দিয়েছেন বীরগঞ্জ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলার সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা রাশেদুন নবী বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদুন নবী বাবু বলেন, তরুণরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ। ক্রীড়ার মাধ্যমে তারা যেমন সুস্থ দেহ-মন গড়ে তুলতে পারবে, তেমনি সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে পারবে। আমি বিশ্বাস করি, খেলাধুলায় তরুণদের সম্পৃক্ততা আগামী প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দিনাজপুর জেলা উত্তরের সভাপতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ পৌর শাখার আমির সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মোসাদ্দেক হোসাইন; উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ও পৌর শাখার সাবেক সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম রিজু, পৌর শাখার ২ নং ওয়ার্ড সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম রেজা, পৌর শাখার ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।