
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও যুব ও ক্রীড়া বিভাগ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দিনাজপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম
জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সভাপতি ও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম
জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মোঃ রেজাউল করীম
জেলা সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোঃ রাশেদুন্নবী বাবু
জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান
এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে যুবসমাজকে দেশের উন্নয়ন, নৈতিকতা ও ইতিবাচক পরিবর্তনের কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। তারা আগামী নির্বাচনকে শুধুমাত্র নির্বাচন হিসেবে নয়, বরং জিহাদের অংশ হিসেবে গণ্য করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শালবন মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে বীরগঞ্জ কলেজ মসজিদ এলাকায় এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানারের মাধ্যমে যুবকদের অধিকার ও সমাজ উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, প্রতি বছর ১২ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। এ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব ও ক্রীড়া বিভাগ এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।