বীরগঞ্জে এবার ১৬১টি মন্ডপে দূর্গা পূজার সকল প্রস্তুতি চলছে

আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের এবার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ।
সরেজমিনে জানা গেছে,উপজেলার ১১টি ইউনিয়নসহ পৌর শহরে এবারে ১৬১টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দূর্গা পূজাকে ঘিরে ইতমধ্যে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে প্রতিটি মন্দিরের সভাপতি সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দের সাথে পৃথক পৃথক সভা করেছেন। হিন্দু সম্প্রদায়ের এ বড় উৎসবকে ঘিরে এখন মন্ডপে মন্ডপে চলছে ডেকোরেশন ও আলোকসজ্জার কাজ। প্রতিমা তৈরীর শিল্পীরা মাটির কাজ শেষে রংতুলির কাজে ব্যাস্ত। ২০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা থেকে দশমী পর্যন্ত ৫দিন ব্যাপী চলবে এ দূের্গাৎসব। মূলত মহালায় দিন থেকেই দেবী দূর্গার আগমন বার্তা মর্তলোকে শুরু হয়। এবারে মা দেবী দূর্গার আগমন ও গমন হবে ঘটকে। মালাকারেরা এখন দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরিতে। চলছে কাঁদা, মাটি, খড়, কাঠ আর প্রতিমা তৈরি নিয়ে এখন দিন-রাত কাটাচ্ছেন তারা। প্রতিমা সৌন্দর্য্য আর চাকচিক্য নিয়ে বিভিন্ন মন্ডপে চলছে নীরব প্রতিযোগিতা।
উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল পূজা মণ্ডপে প্রতিমা তৈরির মালাকার সাগর পালের সঙ্গে কথা বললে তিনি জানান,
এবার ৩টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ নিয়েছেন তিনি। উপকরণের দাম বেশী হওয়ায় বর্তমানে প্রতিসেট প্রতিমা তৈরিতে খরচ হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

বীরগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায় বলেন,এবার উপজেলায় ১৬১টি মন্ডপে সারদীয়া দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। প্রতিমা তৈরির মজুরী গতবারের তুলনায় এবার বেশী। অন্যদিকে মন্ডপ নির্মানের ব্যয় বেড়েছে দেড় গুন। প্রশাসন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে প্রতিটি ইউনিয়নের মন্দিরের সভাপতি সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দের সাথে পৃথক পৃথকভাবে আলোচনা করা হচ্ছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা জানান, এবার উপজেলায় ১৬১টি মন্ডপে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। মন্ডপগুলো হচ্ছে পৌরসভায় ৯টি, ১নং শিবরামপুর ইউনিয়নে-১৭টি ২নং পলাশবাড়ী ইউনিয়নে ১৪টি,৩নং শতগ্রাম ইউনিয়নে ১৩টি,৪নং পাল্টাপুর ইউনিয়নে ১২টি, ৫নং সুজালপুর ইউনিয়নে ১৫টি, ৬নং নিজপাড়া ইউনিয়নে ১৫টি,৭নং মোহাম্মদপুর ইউনিয়নে ২২টি, ৮নং ভোগনগর ইউনিয়নে ৮টি,৯নং সাতোর ইউনিয়নে ২০টি,১০নং মোহনপুর ইউনিয়নে ৮টি এবং ১১নং মরিচা ইউনিয়নে ৮টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত এই উপজেলায় কোন ঝুকিপূর্ণ মন্ডপ নাই। প্রতিটি মন্দিরে দেবী দূর্গা সেজেছেন অপরুপ সাজে। এ উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী সুলতান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজাকে ঘিরে গোটা উপজেলা এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মন্ডপের নিরাপত্তার জন্য পুলিশ, গ্রাম পুলিশ,আনসার, বিডিপি ও স্থানীয় স্বেচ্ছাসেবক টিম গঠন করে পাহাড়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি মন্ডপে সরকারী বরাদ্দকৃত চাল আগামী কয়েকদিনের মধ্যে বিতরণ করা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.