বীরগঞ্জের উচ্চ মূল্যের মকবুল হোটেলের বেহাল দশা

আইন-অপরাধ আরো রংপুর সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর বীরগঞ্জের উচ্চ মূল্যের মকবুল হোটেলের বেহাল দশা খাবার অন্যান্য হোটেলের মূল্য হতে ৩০-৪০% বেশি দাম রাখলেও ভোক্তাদের মানসম্মত খারার পরিবর্তে দেয়া হয় বাকি পচা ও অস্বাস্থ্যকর খাবার। সচিত্র ছবিসহ আসল মোড়ক উন্মোচন ।
মকবুল হোটেল এন্ড সুইট এ আজ ২২ নভেম্বর ২০২৩ তারিখ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী এবং ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মমতাজ বেগম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মাংস, দুধের ছানা, খামিরসহ অন্যান্য মসলা উপকর একই ফ্রীজে রাখা হয় যা হতে স্বাস্থ্যহানীকর রোগ হতে পারে। গামলায় খোলা মিষ্টি, নোংরা শিরা ও দোকানে রাখা ছিল বাসি বিরানী ও মুরগির মাংস।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ।
এছাড়া বাসি খাদ্য ধ্বংসের নিমিত্ত ডাস্টবিনে ফেলে দেয়া হয়।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.