‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতায়’- এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করে লাকসাম উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি৷ এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পরে র্যালী বের করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলমের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাজিবুল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, ক্যাবের অর্গানাইজার সেক্রেটারী সাংবাদিক শহীদুল ইসলাম শাহীন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জুলফিকার আলী মুরাদ, হোটেল ব্যবসায়ী প্রতিনিধি মোঃ শাহ আলম ভূঁইয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন লাকসাম প্রেস ক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
সকল বক্তারা ভোক্তাদের কথা স্মরণ রাখার জন্য উপস্থিত ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।