বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘চক্রে চক্রে জীবন’ এই পতিপাদ্য নিয়ে আমরা বইপ্রেমী সংগঠন, লাকসামের ঐতিহ্যবাহী নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরানীর বাড়িতে এক পাঠচক্রের আয়োজন করেছে৷
সংগঠনের যুগ্ম আহবায়ক, লোকমান হোসেনের পরিচালনায় ও যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেনের এর সঞ্চালনায় শুরু হয় পাঠচক্র। এই সময় উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক জান্নাতুল মালিহা, আহ্বায়ক কমিটির সদস্য, দেওয়ান জাহিদুল হক, সুরাইয়া আকতার, সাফিন সিনথিয়া, সুমাইয়া, সদস্য, ফয়সাল আহাম্মেদ, জাকিয়া সুলতানা অথৈ, ফাতেমা আক্তার দোলন, নকিপিয়া সুলতানা কনিকা প্রমূখ।
পাঠচক্রের পতিপাদ্য “চক্রে চক্রে জীবন” অনুযায়ী আলোচনা করেছেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য, নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী সুরাইয়া ছাফিন।
আলোচকরা তাদের বক্তব্য সুন্দর জীবন কিভাবে গঠন হয়। জীবন কি? কেন ও কিজন্য? জীবনে সাহিত্য সংস্কৃতির গুরুত্ব কেন? কিভাবে সুস্থ সংস্কৃতি একজন মানুষকে পরিবর্তন করতে পারে? এমনসব তাত্ত্বিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দীর্ঘক্ষণ বই পড়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।