জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী থেকেঃ
বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে (৫জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো: নজরুল ইসলাম মন্ডল, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কাকলী নজরুল, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক ফজলু, প্যানেল মেয়র সাহিদা আক্তার, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ রায়হান, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো: বাবু মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, রাকাতুল রাইয়া হৃদি, যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল প্রমাণিক, প্রচার সম্পাদক, ফজলে রাব্বি রোহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরমান আহমেদ প্রমুখ।
বৃক্ষরোপণের বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি মো: বাবু মন্ডল বলেন, ৫জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপনের কর্মসূচি শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা গোয়ালন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করব।