জুনেই শেষ হয়েছে এশিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ পর্বের খেলা। আট গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে সেরা চার রানার্সআপ পেয়েছে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের টিকিট। ২০২২ সালে কাতার বিশ্বকাপ খেলার লড়াইয়ে এশিয়া থেকে এখন টিকে আছে কেবল ১২টি দেশ। আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাছাইপর্বের ড্র। এশিয়ার অন্যতম সেরা দুই দল জাপান ও অস্ট্রেলিয়া আছে একই গ্রুপে—‘বি’ গ্রুপ। গ্রুপ ‘এ’তে আছে শক্তিশালী ইরান ও দক্ষিণ কোরিয়া।
এশিয়া থেকে নিশ্চিতভাবে চারটি দল খেলবে বিশ্বকাপে। প্লে-অফ পর্ব পেরিয়ে আরও একটি দলের বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের দুই গ্রুপে আছে ছয়টি করে দল। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রতিটি দল ম্যাচ খেলবে দশটি করে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে বিশ্বকাপের টিকিট। দুই গ্রুপের তৃতীয় দলের সামনেও থাকবে বিশ্বকাপ খেলার সুযোগ। এর জন্য বাধা পেরোতে হবে প্লে-অফ পর্বের। আগামী সেপ্টেম্বর থেকে ২০২২-এর মার্চ পর্যন্ত চলবে বিশ্বকাপের বাছাইপর্ব। শুধু চলতি বছর ডিসেম্বর মাস বাদ দিয়ে প্রতি মাসেই অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ।
গ্রুপ ‘এ’: ইরান, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত, ইরাক, সিরিয়া ও লেবানন
গ্রুপ ‘বি’: জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, চীন, ওমান ও ভিয়েতনাম