সুনামগঞ্জ (শাল্লা) থেকে তৌফিকুর রহমান,,
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক নির্বাচিত হয়েছেন টিপু হালদার ।তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের পানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আদেশে বিষয়টি সোমবার (১৫অক্টোবর) নিশ্চিত করেন।
জানা গেছে,
এসময় বিভিন ধাপে ও কলামের মূল্যায়ন ছকে শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা,তাদের ইউটিউব / ফেইসবুক পেইজ এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বিভিন্ন কনটেন্ট তৈরী করে। এছাড়া প্রবন্ধ/কবিতা/ছড়া, শ্রেণিকক্ষে ডিজিটাল কন্টেন্টের ব্যবহার,শিক্ষকের বিভিন্ন কলাকৌশল, স্থানীয় অভিভাবকদের সঙ্গে জানাশুনা, পেশাগত দক্ষতা,প্রশ্ন তৈরির দক্ষতা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীর ব্যক্তিগত প্রোফাইল তৈরি,ঝড়ে পড়া হার রোধে নিয়মিত হোম ভিজিট,উপস্থিতি বৃদ্ধিতে শিক্ষকের বিশেষ ভূমিকা, শিক্ষকের ইনোভেশন, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উদ্ধুদ্ধকরণ বিদ্যালয়ে উন্নয়নমুলক কাজে সহায়তা করা প্রভৃতি বিষয়ে ওই কমিটি যাচাই বাছাই করে তাকে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করে। টিপু হালদার বলেন,জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ সিলেট বিভাগে আমাকে শ্রেষ্ঠ প্রধান প্রধান শিক্ষক হিসেবে এবং জনাব Shilpi Das কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে মনোনীত করায় মাননীয় বিভাগীয় কমিশনার সিলেট মহোদয় এবং বিভাগীয় উপপরিচালক সিলেট মহোদয়ের নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষকদের নিকট ভবিষ্যৎ কর্মের জন্য সর্বদাই আশীর্বাদ প্রার্থী। আমার এতদূর এগিয়ে আসার জন্য আমার উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ এই প্রতিযোগিতার সর্বক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা, পরামর্শ এবং সুচিন্তিত মতামত দিয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন তাদের নিকট আমি চির কৃতজ্ঞ। জয় হউক শিক্ষার, জয় হোক আমার প্রতিটি শিশুর স্বপ্নের।