রাঙামাটিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে কর্মপন্থা নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাড়ে এগোরটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, স্কাউটস রাঙামাটি জেলা সম্পাদক নুরুল আবছার।
বিদ্যুৎ সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিদ্ধান্ত পড়ে শোনান জেলাপ্রশাসক। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে সকলকে আন্তরিক হতে হবে। সামাজিক অনুষ্ঠান, বাসা বাড়িতে আলোকসজ্জা না করার অনুরোধ জানান তিনি। রাত আটটায় দোকানপাট বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।