বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিতে জাতিসংঘের চিঠি

আন্তর্জাতিক আরো রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

অনলাইন ডেস্ক
বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিতে জাতিসংঘের চিঠি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খালেদা জিয়ার মুক্তির আবেদন জানিয়ে চিঠি পাঠান তিনি।

চিঠিতে ফলকার টুর্ক উল্লেখ করেন, আমি খালেদা জিয়ার মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আপনার সরকারের প্রতি আহ্বান জানাই; যাতে তিনি দেশের বাইরে জরুরি ও বিশেষ চিকিৎসাসেবা নিতে পারেন।

এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে আটক করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফলকার টুর্ক বলেন, এভাবে আটক করা হলে তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে।

আবার চিঠিতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তি দুই পক্ষের রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.