মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
বাঙালীর মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মনোহরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে মনোহরগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ভোরে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, আব্দুল বাকি মিলন, আবুল কালাম আজাদ, মুরশিদুর রহমান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, সাবেক তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক কাজী মাসউদ আলম, আলমগীর হোসেন, এমএইচ খবির দুলাল, আবুল কালাম, আলমগীর হোসেন, মোঃ সাকিব প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণের পর মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বমানচিত্রে স্বাধীন ভূখন্ড হিসেবে ‘বাংলাদেশ’ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়। যাবতীয় প্রতিকূলতা উপক্ষো করে বাংলাদেশ আজ বিজয়ের ৫০ বছর অতিক্রম করেছে। স্বাধীন বাংলার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে আমি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদের আত্মার মাগফেরাত কামনা করি।’