বিএনপির অভ্যন্তরে অস্থিরতা স্বার্থান্বেষী মহলের কারণে: ড. রশিদ আহমেদ হোসাইনী

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

বিএনপির সাম্প্রতিক আন্দোলন—সড়ক ও রেলপথ অবরোধ, ঝাড়ু মিছিলসহ নানা কর্মসূচিতে অস্থিরতা ও বিভ্রান্তি দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বিজিএমইএর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।

তিনি বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কাছে বিএনপি প্রার্থী পরাজিত হয়েছিলেন দলেরই একাংশের বেইমানির কারণে। তখন থেকেই দলের ভেতরে কিছু স্বার্থান্বেষী মহল ঢুকে পড়ে, যারা এখনো দলের ঐক্য নষ্ট করছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে লাকসামের মুদাফরগঞ্জের আনছারিয়া কমপ্লেক্সে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. রশিদ আরও বলেন, নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের মূল কারণ ওই স্বার্থান্বেষী গোষ্ঠী। তারা বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমরা আশা করি, দেশনেতা তারেক রহমান শিগগিরই দেশে ফিরে এসে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনা করবেন।à

এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী। সহ লাকসাম-মনোহরগঞ্জের বিএনপির বিভিqন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *