বালিয়াকান্দিতে সাংবাদিক নির্যাতন বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

আইন-অপরাধ আরো ঢাকা তথ্য প্রযুক্তি পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজবাড়ী জেলার কর্মরত সাংবাদিকরা।

রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা দেরটা থেকে দুইটা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমাদের সময়ের রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং ভোরের কাগজ এর রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী।

এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক ও প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, সহ-সভাপতি ও বৈশাখী টিভির রাজবাড়ী প্রতিনিধি আসজাদ হোসেন আজু, ৭১ টিভির রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক ও যুগান্তর এর গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, যায়যাযদিন এর পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বালিয়াকান্দি রিপোটার্স ক্লাবের সভাপতি সঞ্জিত দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, দৈনিক যুগান্তর বালিয়াকান্দি প্রতিনিধি আনোয়ার হোসেন ও জহুরুল ইসলাম হালিম প্রমূখ।

এছাড়া এ কর্মসূচি পালনকালে রাজবাড়ী জেলার সকল উপজেলার কর্মরত অনেক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা অবিলম্বে সারা দেশের সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধের দাবী জানান। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের মুখ বন্ধ করার অপকৌশলের তীব্র বিরোধিতা করেন। সাংবাদিকরা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল ও সংশোধনের দাবী জানান।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.