মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম মোসা. আকলিমা বেগম (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ০৪ জন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-পাথরঘাটা মহাসড়কের কাকচিড়ার গুদিঘাটা নামক স্থানে ডায়া গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আকলিমা বেগম উপজেলার ডৌয়াতলা গ্রামের দুবাই প্রবাসী আলী আকবর খানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৭টার দিকে অটোরিকশাযোগে বরগুনার উদ্দেশে রওনা হয়, নিহত গৃহবধূ আকলিমা বেগম । পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার অতিক্রম করার পরে পাথরঘাটা ঢাকা মহাসড়কের গুদিঘাটা এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ডায়া গাড়ি বহরে থাকা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি পার্শ্ববর্তী মাঠে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ আকলিমা বেগমের মৃত্যু হয়। পরে তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল বলেন, বামনা হাসপাতালে মরদেহ নিয়ে আসার পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সংগ্রহ করেছি।