বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বামনায় লাইসেন্স বিহীন ক্লিনিকে প্রসুতি মৃত্যু
মানবাধিকার কমিশন পরিচালকের ঘটনাস্থল পরিদর্শন
ভুক্তভোগি পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন
বরগুনার বামনায় লাইসেন্স বিহীন সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনষ্টিকস সেন্টারে প্রসুতি মৃত্যুর ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক(অভিযোগ ও তদন্ত) মো.আশরাফুল আলম সহ ৩ সদস্যের একটি তদন্ত টীম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় তারা নিহতের বাড়িতে যান এবং তাদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তদন্ত টীমের অন্য সদস্যরা হলেন, উপ-পরিচালক এম. রবিউল ইসলাম ও বরগুনা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মেহেদী হাসান।
বুধবার(২৪ জানুযারী) সকাল ১০টায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তটীম বামনা উপজেলার গুদিঘাটা গ্রামের নিহত প্রসূতি মেঘলা আক্তারের বাবা ছগির হোসেন এর বাড়িতে যান এবং তাদের কাছে ঘটনার বিস্তারিত শোনেন। পরে নিহত প্রসূতি মেঘলা আক্তারের কবর জিয়ারত শেষে সুন্দরবন হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারটি ঘুরে দেখেন এবং বামনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর সাথে কথা বলেন।