মো: শাকিল আহমেদ ,বামনা(বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনায় ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৫০ একর জমিতে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোর ধানের (উফসি জাত) সমলয় চাষাবাদে রাইচ ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ভাইজোড়া এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় এ প্রযুক্তির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ অনুষ্ঠানে বামনা উপজেলা নির্বাহী অফিসার নিকহাত আরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোসা: ফারজানা তাসমিন।
সভায় বক্তারা বলেন, দেশে দিন দিন জমির পরিমাণ কমছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। খাদ্য উৎপাদন বাড়াতে হলে চাষাবাদে আধুনিকায়নের পাশাপাশি যান্ত্রিকীকরণ প্রয়োজন । আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছেন। এক টুকরো কৃষি জমিও খালি রাখা যাবে না। কৃষি জমির যথাযথ ব্যবহার করতে হবে। চারা রোপণের এ পদ্ধতি অবলম্বন করলে এক হেক্টর জমিতে উৎপাদন খরচ প্রায় ২৫-২৮ হাজার টাকা কমানো সম্ভব।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বামনা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আবু নাসের কিবরিয়া, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান, আবু সালেহ, সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও ইউনিয়নের সকল কৃষক-কৃষাণীরা।