বামনায় দৈনিক যুগান্তরের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরো খুলনা তথ্য প্রযুক্তি বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনাতে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। স্বজন সমাবেশের আয়োজনে ও যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি মোঃ নেছার উদ্দিনের তত্ত্বাবধানে এ উপলক্ষ্যে র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় র‌্যালী শেষে বামনা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোসাঃ জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, আর্থ-সামাজিক শিক্ষা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা(অ্যাসেড) এর সভাপতি মোঃ গোলাম হায়দার চৌধুরী, দৈনিক সাগরকূল এর বার্তা সম্পাদক ও বামনা প্রেসক্লাব দপ্তর সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লা, বামনা রিপোর্টাস ইউনিটি’র দপ্তর সম্পাদক মোঃ শাকিল আহমেদ, স্বজন সমাবেশের সহ-সভাপতি সাংবাদিক মোঃ খোকন মোল্লা, এনসিটিএফ এর বামনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ মুহাম্মদ শাফি উদ্দিন প্রমূখ। সভা সঞ্চালনা করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আশিক।
বক্তারা বলেন, দৈনিক যুগান্তর পাঠক প্রিয় এবং দেশের শীর্ষ পত্রিকা। জন্মলগ্ন থেকেই এ পত্রিকাটি সত্য প্রকাশে অবিচল। এ ধারবাহিকতা বজায় আছে বলেই যুগান্তরের তুলনা নেই। বক্তারা তাদের বক্তব্যে প্রত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *