মো:শাকিল আহমেদ , বামনা ( বরগুনা) প্রতিনিধি
“এশো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ (জানুয়ারি) উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা এর সভাপতিত্বে সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানে তরুন সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত কর্মশালায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: নিকহাত আরা ও বিশেষ অতিথি এবং উপজেলা বিএনপি’র আহবায়ক, তারুণ্যের আইকন ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা তাদের বক্তব্যে বলেন- ৪৭ এ দেশভাগের পর ৫২’র ভাষা-আন্দোলনের মধ্য দিয়ে দেশে সূচিত হয় তারণ্যের প্রথম অধিকার আদায়ের অর্জন। একেরপর এক স্বাধিকার, অধিকার আদায় করে গত ৫ আগস্ট গণবিপ্লবে “মহাবিজয়” এসব কিছুরই উত্তরাধিকার আমাদের তরুন সমাজ। ধর্মীয় নৈতিকতা মেনে তরুণদের হতে হবে বিশ্বমানের। তবেই অর্জিত হবে নতুন বাংলাদেশ।
সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদার, উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাজী আব্দুস সোবাহান খান, বামনা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বামনা বণিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান নাজির ধলু, বামনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মিয়াসহ প্রমুখ। অনুষ্ঠানে বামনা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আল-আমিন পবিত্র কোরআন তিলাওয়াত করেন। গীতা পাঠ করেন প্রদেশ মিস্ত্রি।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক।