বামনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরো পরিবেশ বরিশাল শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাকিল আহমেদ , বামনা( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সৈয়দ রহমাত আলী স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রোমাঞ্চ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা ও প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া এর উপস্থিতিতে সকাল ৯ টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অংশীজনকে অনুপ্রাণীত করার নিমিত্তে সরকার প্রতি বছর দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

বামনার উপজেলা পর্যায়ে ৬২টি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের বিজয়ীদের অংশগ্রহনে দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-এ সকল ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা। বিগত বছরে অনুষ্ঠিত বামনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার চেয়ে এ বছরের প্রতিযোগিতার সার্বিক আয়োজনে অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্মল চন্দ্র ও সৈয়দা মরিয়ম জাহান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও অভিভাবকগন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.